বাসস
  ০৪ অক্টোবর ২০২৫, ২১:০২

সিলেটে সাদাপাথর লুট ও হত্যা মামলার আসামি আলফু চেয়ারম্যান গ্রেফতার

সিলেট, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার কোম্পানীগঞ্জ উপজেলার আলোচিত সাদাপাথর ও বালু লুটের অন্যতম আসামি, তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল অদুদ আলফু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চেয়ারম্যান আলফু তিনটি হত্যা মামলাসহ মোট সাতটি মামলার এজাহারনামীয় আসামি। 

আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ। তিনি জানান, গ্রেফতারের পর আলফু চেয়ারম্যানকে নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ।

সম্প্রতি সাদাপাথর ও রেলওয়ে বাঙ্কার এলাকায় পাথর লুটসহ বিভিন্ন স্থানে বেআইনিভাবে বালু উত্তোলনের ঘটনায় দায়ের করা চারটি মামলায় আলফু মিয়া শীর্ষ আসামির তালিকায় ছিলেন। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানেও ছাত্রদের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন তিনি। 

এর আগে ২০১৪ সালের ২৪ অক্টোবর কোম্পানীগঞ্জে গুলি করে পাথর ব্যবসায়ী আব্দুল আলী (৩৫) হত্যা করা হয়। নিহতের ছোট ভাই আব্দুল হক বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় কাজী আব্দুল অদুদ আলফু মিয়াকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়। তার বিরুদ্ধে আরও দু’টি হত্যা মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।

ওসি রতন শেখ বলেন, কাজী আব্দুল অদুদ আলফু মিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। পাথর-বালু লুটের সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।