শিরোনাম
পটুয়াখালী, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার বাউফল উপজেলায় আজ ‘মা’ ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়েছে মৎস অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
আজ শনিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বাউফলের তেতুলিয়া নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ হাসান মিলু, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার, উপজেলা উপ-কৃষি কর্মকর্তা রেদোয়ান উদ্দিন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
অভিযানকালে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে এবং নদীতে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ থাকবে। এই সময় ইলিশ আহরণ, পরিবহন, বিপণন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় এবং বিনিময় নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।
এদিকে, শনিবার সকালে ইলিশ পরিবহনের দায়ে চারব্যক্তিকে মোট পাঁচহাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।