বাসস
  ০৪ অক্টোবর ২০২৫, ১৮:৫৮

কুমিল্লা সীমান্তে ভারতীয় বাজি ও মাদক জব্দ

আজ কুমিল্লা সীমান্তে ভারতীয় বাজি ও মাদক জব্দ। ছবি : বাসস

কুমিল্লা (দক্ষিণ), ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- এর অভিযানকালে অবৈধ ভারতীয় বাজি ও গাঁজা জব্দ করা হয়েছে। 

আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

বিজিবি সূত্রে জানা গেছে, নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে ব্যাটালিয়নের টহল দল শুক্রবার দিবাগত সন্ধ্যায় আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র কটকবাজার পোস্ট সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। ওই সময় সীমান্তের ৭ কিলোমিটার অভ্যন্তরে মান্দারী কবরস্থান এলাকায় মালিকবিহীন অবস্থায় মোট ৪৪ হাজার ৫৬০ পিস ভারতীয় বাজি উদ্ধার করা হয়। পরে শনিবার ভোর আনুমানিক ৫টায় সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি’র লক্ষ্মীপুর পোস্ট সীমান্ত এলাকায় আরেক অভিযানে পালপাড়া নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ৪৮ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করেন বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ ৪৮ হাজার টাকা।

বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দকৃত ভারতীয় বাজি ও গাঁজা যথাযথ প্রক্রিয়ায় ধ্বংসসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।