শিরোনাম
পঞ্চগড়, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির সুযোগপ্রাপ্ত পঞ্চগড়ের ৭৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একইসঙ্গে বিসিএসে সুপারিশ প্রাপ্ত ৮ জন মেডিকেল অফিসারকেও এ সংবর্ধনা দেওয়া হয়।
আজ শনিবার বিকেলে পঞ্চগড় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ‘পঞ্চগড়স্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার’ ও ‘সমকাল সুহৃদ সমাবেশ’।
এতে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। সভাপতিত্ব করেন পঞ্চগড়স্থ ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার সংগঠনের সভাপতি অধ্যাপক ইমরান আল আমিন। স্বাগত বক্তব্য দেন সংগঠন দুটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন শিশু বিশেষজ্ঞ ডা. মনোয়ারুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রীনা, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মকবুল হোসেন ও জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মী শহীদুল ইসলাম শহীদ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জাকির হোসেন বলেন, পঞ্চগড়ের সন্তানরা আজ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাচ্ছে, কেউ কেউ আবার বিসিএস-এ উত্তীর্ণ হয়ে জাতীয় পর্যায়ে অবদান রাখছে। এটা আমাদের জেলার জন্য গর্বের বিষয়। শিক্ষার্থীদের এই সফলতা অন্যদের অনুপ্রেরণা জোগাবে। আমরা চাই, কৃতী শিক্ষার্থীরা যোগ্যতা ও সততার সঙ্গে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে।
এ দিন কৃতী শিক্ষার্থীদের প্রত্যেককের হাতে গোলাপ ফুল ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।