শিরোনাম
পিরোজপুর, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা ইউনিটের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পিরোজপুর জেলা ইউনিটের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক নজরুল ইসলাম খান।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা ইউনিটের আহ্বায়ক এডভোকেট নিজাম উদ্দিন সরদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা ইউনিটের সদস্য সচিব এডভোকেট আকরাম আলী মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এলিজা জামান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এডভোকেট আবুল কালাম আকন, এডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ, প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, এডভোকেট ওয়াহিদ হাসান বাবু প্রমুখ।