শিরোনাম
চট্টগ্রাম, ৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : খাগড়াছড়ির গুইমারার রামসু বাজারে সম্প্রতি সন্ত্রাসীদের হামলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন রানা ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি ক্ষতিগ্রস্ত দোকান, মালামাল ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন। পরিদর্শন শেষে গুইমারা রিজিয়নের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে ১০ লাখ টাকা অনুদান বিতরণ করা হয়।
এ সময় ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন রানা জানান, চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডারের পক্ষ থেকে অতিরিক্ত ২০ লাখ টাকার অনুদান অচিরেই ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে।
তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, ‘রামসু বাজার ও আশপাশের এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা আমাদের অগ্রাধিকার। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি অপপ্রচার ও স্বার্থান্বেষী মহল দ্বারা প্রভাবিত না হওয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’
সেনা কর্মকর্তা আরো আশ্বাস দেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও বাজার পুনর্গঠনে সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে।