বাসস
  ০৩ অক্টোবর ২০২৫, ১১:৫৭

সিলেট জেলা ও মহানগর পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় বিএনপি নেতাদের

সিলেট, ৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : শারদীয় দুর্গোৎসবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার আয়োজনে প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠান পরিদর্শন করেছেন বিএনপি নেতারা।

নগরীর সুরমা নদীর তীরে ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজের চাদঁনীঘাটে এ আয়োজনে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময়ও করেছেন তারা।

কর্মসূচিতে নেতৃত্ব দেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। এ সময় বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।

কয়েস লোদী বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে পূজামণ্ডপে পাহারা দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হবে না। এদেশ ধর্ম, বর্ণ বা ভাষা নির্বিশেষে সকলের। আমরা সকলে বাংলাদেশি। এটিই বিএনপির দর্শন।’