বাসস
  ০৩ অক্টোবর ২০২৫, ১১:৪৬

আড়াইহাজারে ৩৫টি পূজামণ্ডপ পরিদর্শন বিএনপি নেতাদের

নারায়নগঞ্জ, ৩ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার আড়াইহাজার উপজেলা ও পৌরসভা এবং গোপালদী পৌরসভার আওতাধীন বিভিন্ন ইউনিয়নের ৩৫টি পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতারা।

বৃহস্পতিবারের এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। 

তার সঙ্গে ছিলেন আড়াইহাজার উপজেলা ও পৌর গোপালদী পৌর বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদল, মহিলাদলসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করে হয়েছে।