বাসস
  ০২ অক্টোবর ২০২৫, ২০:১১

বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

ছবি : বাসস

বগুড়া, ২ অক্টোবর, ২০২৫ (বাসস) : ‘মা তুমি আবার এসো’ ভক্তের এই আকুতির মধ্য দিয়েই দেবী প্রতিমা বিসর্জনের মাধ্যমে আজ বৃহস্পতিবার শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব।

পাঁচদিনব্যাপী পূজা-অর্চনার পর বিজয়া দশমীতে ভক্তরা মণ্ডপে মণ্ডপে দর্পণ-বিসর্জন, সিঁদুর খেলা, ঢাকের বাদ্য ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে দেবীকে বিদায় জানান।

গত ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী তিথিতে চণ্ডীপাঠ, বোধন ও অধিবাসের মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা হয়। পরবর্তী পাঁচ দিন বগুড়ার বিভিন্ন পূজামণ্ডপে পূজা-অর্চনায় দেবী দুর্গার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন ভক্তরা। বৃহস্পতিবার সকালে দর্পণ-বিসর্জন শেষে বিকেল ৪টা থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন।

প্রতিমা নিরঞ্জনের জন্য ভক্তরা ট্রাক ও ভ্যানে করে শহরের বিভিন্ন এলাকা থেকে প্রতিমা নিয়ে করতোয়া নদীর এসপি ব্রিজ, দত্তবাড়ি ও ফুলবাড়ী ঘাটে আসেন। সেখানে পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে দেবীকে বিসর্জন দেওয়া হয়।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গা স্বামীর গৃহ কৈলাসে ফিরে যান এবং আগামী শরতে তিনি আবার বাবার গৃহে ফিরে আসবেন। ভক্তদের বিশ্বাস, দেবীর বিদায়ের সঙ্গে পৃথিবী থেকেও সকল অপশক্তির বিনাশ ঘটে।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিমা বিসর্জন কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

বগুড়া পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ বলেন, “এবার সব মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সবার সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।”