শিরোনাম
লক্ষ্মীপুর, ২ অক্টোবর, ২০২৫ (বাসস) : বঙ্গোপসাগরের নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরেও দুইদিন ধরে বৃষ্টি অব্যাহত রয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বৃষ্টি রেকর্ড করা হয়েছে ৩৭ মিলিমিটার। কখনও ভারী, কখনও হালকা আবার কখনও মাঝারি বৃষ্টি অব্যাহত রয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় পৌরশহরের বাঞ্চানগর, সমসেরাবাদ, কলেজ রোড, মজুপুরসহ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েছে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ।
পৌরবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টি হলে পৌরশহরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এর একমাত্র কারণ অপরিকল্পিতভাবে ড্রেনেজ নির্মাণ ও পানি নিষ্কাশন না হওয়া। এছাড়া খালগুলো ভরাট হওয়ায় ও ময়লা-আবর্জনা ফেলে রাখার কারণেও পানি নামতে পারছে না। ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে দুর্ভোগ বেড়েছে মানুষের।
পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, যেসব জায়গায় পানি জমছে বা জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, পৌরসভার পক্ষ থেকে সেখান থেকে পানি সরানোর কাজ করা হচ্ছে।
এদিকে বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রামগতি আবহাওয়া সতর্কীকরণ অফিসের কর্মকর্তা মো. সৌরভ হোসেন। তিনি বলেন, বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এতে লক্ষ্মীপুর জেলাজুড়ে বৃষ্টি অব্যাহত রয়েছে। বৃষ্টি আরও ২/১ দিন অব্যাহত থাকতে পারে। বৃষ্টির কারণে তাপমাত্রাও কমছে।