বাসস
  ০২ অক্টোবর ২০২৫, ১৩:১২

টাঙ্গাইল সদর উপজেলার পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি'র নেতৃবৃন্দ। ছবি: বাসস

টাঙ্গাইল, ২ অক্টোবর, ২০২৫ (বাসস) : টাঙ্গাইল সদর উপজেলার পৌর এলাকার বটতলা আশ্রম, কলেজ পাড়া, দীঘুলিয়া, বিশ্বাস বেতকা, আশেকপুর ও করোটিয়া ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃবৃন্দ।

গতকাল এ কর্মসূচির নেতৃত্ব দেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। 

এ সময় বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপি মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।