বাসস
  ০১ অক্টোবর ২০২৫, ১৭:৪৯

মানিকগঞ্জে ট্রাক ও সিএনজির সংঘর্ষে একজন নিহত, আহত ২ 

মানিকগঞ্জ, ১অক্টোবর ২০২৫(বাসস): মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

নিহত মাহিন (২২) জেলার হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের দেগিরচর গ্রামের আব্দুল মান্নানের পুত্র।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজিজ জানান, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকাগামী একটি ট্রাক মানিকগঞ্জগামী একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হন।

আহতরা হলেন, নিহতের বোন রত্না (২০) এবং দুর্ঘটনাকবলিত সিএনজির চালক রূপচাঁদ। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তবে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাদের ঢাকা শহীদ শাহরাওয়ার্দী হাসপাতালে রেফার করেন।

ওসি আরও জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকের চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছে।