শিরোনাম
নারায়ণগঞ্জ, ১ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিজয়া দশমীর দিন নদীপথে প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে কোস্টগার্ডসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।
আজ বুধবার সকালে নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রম পূজামণ্ডপ পরিদর্শন শেষে ব্রিফিংকালে কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক একথা বলেন।
এ সময় কোস্টগার্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোস্টগার্ডের মহাপরিচালক বলেন, ঢাকা, চট্রগ্রাম ও নারায়ণগঞ্জসহ দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকাগুলোর মন্দির ও পূজামন্ডপের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে কোস্টগার্ড। প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় আমাদের বিশেষ ডুবুরি দল সর্বদা প্রস্তুত আছে।
তিনি বলেন, বিসর্জনের সময় নৌকায় যাতে অতিরিক্ত লোক না উঠানো হয়।
যারা সাঁতার জানে না, তাদেরকে নদীতে না নামার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দুর্ঘটনা এড়াতে আমাদের জনসচেতনতামূলক কার্যক্রম ও সার্বক্ষণিক টহল অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিজয়া দশমী পর্যন্ত ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণ, প্রাণবন্ত, নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।