বাসস
  ০১ অক্টোবর ২০২৫, ১১:১০

পিরোজপুরে মণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি 

বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম মঙ্গলবার পিরোজপুরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মের নেতৃবৃন্দদের সঙ্গে আলোচনা সভা করেন। ছবি: বাসস

পিরোজপুর, ১ অক্টোবর, ২০২৫ (বাসস): পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম।

মঙ্গলবার সন্ধ্যায় তিনি পিরোজপুরের রাজারহাট পূজামণ্ডপ ও পালপাড়া পূজামণ্ডপ পরিদর্শন শেষে পালপাড়া পূজামণ্ডপে সনাতন ধর্মের নেতৃবৃন্দদের সঙ্গে আলোচনা সভা করেন। 

এ সময় তার সঙ্গে ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) মো. নাজিমুল হক, পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।