শিরোনাম
পিরোজপুর, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা দেলোয়ার হোসেন তালুকদার।
প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান। উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এলিজা জামান। প্রধান বক্তার বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ হাসানুল কবির লীন এবং জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মো. মিজানুর রহমান রনি শেখ।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের ওলামা দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। দেশের শান্তি, অগ্রগতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।