শিরোনাম
রাজশাহী, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অভিযানে রাজশাহীতে অনুমোদনহীন দই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে বিএসটিআইয়ের বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এ সময় বিএসটিআই’র গুণগত মানসনদ নবায়ন ছাড়াই উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ তথ্য সম্বলিত লেবেল না থাকায় সাহেব বাজারের নিতাই মিষ্টি ঘরকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তরের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে বিএসটিআইয়ের এ ধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।