বাসস
  ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৭

দুর্গাপূজা প্রকৃতি ও মানবিক সম্পর্কের প্রতি গভীর ভালোবাসার বার্তা বহন করে : ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ছবি : বাসস

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দুর্গাপূজা কেবল ধর্মীয় আচার নয়, বরং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক ও মানবিক ভালোবাসার প্রতীক। দেবী দুর্গার পূজার মাধ্যমে প্রকৃতির প্রতি মানুষের দায়বদ্ধতা এবং পারস্পরিক সম্পর্কের গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়।

উপদেষ্টা আজ মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, যখন দেবী দুর্গার বন্দনা করা হয়, তখন কেবল ভক্তি নয়, প্রকৃতির প্রতি ভালোবাসা ও রক্ষার প্রতিশ্রুতিও ব্যক্ত হয়। কৃষির সঙ্গে জড়িত ধান, কলা, কচু, ডালিমসহ নানা ফসল পূজার 
অংশ হিসেবে ব্যবহৃত হয়, যা প্রকৃতির সঙ্গে মানুষের ঘনিষ্ঠ সম্পর্কেরই প্রতিফলন।

তিনি বলেন, বর্তমানে পরিবেশ ধ্বংস, খাদ্যসংকট ও নানা সামাজিক চ্যালেঞ্জের সময়ে দুর্গাপূজার মতো উৎসব আমাদের প্রকৃতির গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। এটি মানবিক মূল্যবোধ, ভালোবাসা ও ঐক্যকে শক্তিশালী করে।

কুমারী পূজা প্রসঙ্গে তিনি বলেন, কুমারী পূজা নারীর প্রতি সম্মান ও মর্যাদা প্রদানের প্রতীক। দেবী দুর্গার দশ হাতে যে নারীর শক্তি প্রকাশ পায়, কুমারী পূজার মাধ্যমেও সেই শক্তি ও মর্যাদাকে স্বীকৃতি দেয়া হয়।

এসময় মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী জয়ন্ত দেব, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্রী বাসুদেব ধর, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা শ্রী সুব্রত চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ডা. অরূপ রতন চৌধুরী উপস্থিত ছিলেন।