শিরোনাম
জামালপুর, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য কার্যালয়ের আয়োজনে সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) ইফতেখার ইউনুসের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক হাসিনা বেগম। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
এসময় সিভিল সার্জন বলেন, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী মোট ৬ লাখ ৫ হাজার ৩২২ জন শিশু বিনামূল্যে এ টিকা পাবে। তিনি আরও বলেন, এ টিকা শিশুদের স্বাস্থ্যকে টাইফয়েড থেকে রক্ষা করবে, যা দূষিত পানি এবং খাবার থেকে ছড়ায়।
জেলা প্রশাসক হাসিনা বেগম বলেন, এ টিকা ব্যয়বহুল এবং এর সর্বোত্তম ব্যবহার অপরিহার্য। তিনি এ অভিযান সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সিনিয়র তথ্য কর্মকর্তা জালাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের মোট ৬০ জন স্থানীয় সাংবাদিক অংশ নেন।
টিকাদান অভিযান দু’ই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের মধ্যে টিকা প্রদান করা হবে। দ্বিতীয় ধাপে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ের শিশুরা টিকা পাবে।