বাসস
  ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩২
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩২

লালমনিরহাট সীমান্তে দুর্গাপূজা উপলক্ষে বিজিবির কড়া নিরাপত্তা

লালমনিরহাট সীমান্ত এলাকায় দুর্গাপূজা উপলক্ষে বিজিবি নিরাপত্তা জোরদার করেছে। ছবি : বাসস

লালমনিরহাট, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতে লালমনিরহাট সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ১৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল সোমবার সন্ধ্যায় সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দূড়াকুটি দক্ষিণপাড়া দুর্গামন্দির পরিদর্শন করেন ১৫ বিজিবির অধিনায়ক মেজর মেহেদী ইমাম। 

এ সময় তিনি জানান, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল কার্যক্রম চালানো হচ্ছে। চলাচলকারী ব্যক্তিদের ওপর সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে বিজিবির স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন পূজামণ্ডপে নিয়মিত পরিদর্শন কার্যক্রমও অব্যাহত রয়েছে।

মেজর মেহেদী ইমাম বলেন, “শারদীয় দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিজিবি নিরলসভাবে কাজ করছে।” তিনি আরও জানান, এ বছর সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের ৪৬৭ টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, জনগণ যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারে, সে লক্ষ্যে বিজিবি, স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে কার্যক্রম চালাচ্ছে। তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি একটি বিশেষ সুরক্ষা অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।