শিরোনাম
বরিশাল, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় শুরু হতে যাচ্ছে বরিশাল বিভাগীয় বইমেলা। আগামী ৮ অক্টোবর থেকে শুরু হয়ে মেলা চলবে ১৬ অক্টোবর পর্যন্ত।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বরিশাল বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এ বই মেলা অনুষ্ঠিত হবে।
গতকাল সোমবার বরিশালের বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে বইমেলা বাস্তবায়নের প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আহসান হাবিবের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. সোহরাব হোসেন এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. আবদুল হান্নানসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।
বরিশাল নগরীর বেলস্ পার্ক মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে। বিকেলে মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। বইমেলা আনন্দময় করার লক্ষ্যে বরিশাল বিভাগের কবি সাহিত্যিকদের অংশগ্রহণে কবিতা আবৃত্তির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রচনা ও ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। মেলা চলবে বিকেল ৪ টা থেকে রাত ১০টা পর্যন্ত।