শিরোনাম
বরিশাল, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বরিশাল মহানগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপি নেতারা।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সোমবার বিভিন্ন পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় করেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাবেক সদস্য সচিব ভারপ্রাপ্ত আফরোজা খানম নাসরীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু, সদস্য সিরাজুল মৃধা, টিপু নেগাবান, আবুল কালাম আজাদ, কাজী আরিফুর রহমান বারুদ, সোহরাফ হোসেন, মতিয়ার রহমান মিঠু, আলম শিকদার, মাহবুবুর রহমানসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।