বাসস
  ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৪

পটুয়াখালীতে ছাত্রদলের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান 

পটুয়াখালীতে ছাত্রদলের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। ছবি: বাসস

পটুয়াখালী, ২৯ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলার বাউফলে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা ছাত্রদল। আজ সোমবার দুপুর ২টায় উপজেলার চন্দ্রপাড়া ব্রিজ এলাকায় এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় নেতাকর্মীরা ব্রিজের দুই পাশের ময়লা আবর্জনা থেকে শুরু করে সংযোগ সড়কের আগাছা পরিষ্কার করেন। এতে ব্রিজ ব্যবহার কারীদের দুর্ভোগ কমেছে।

পটুয়াখালী জেলার বাউফল উপজেলা ছাত্রদল নেতা রুবেল মুন্সি টিপু এই অভিযানে নেতৃত্ব দেন। তিনি বলেন, বাউফল উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উপজেলা জুড়ে এই কর্মসূচি চলবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ছাত্রদল নেতা সাহারাজ হোসেন জয়, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মো. নাঈম খলিফা, ছাত্রনেতা মো. রাকিব হোসেন, মো. নাজমুল, মো. রিফাত ও মো. হাসান।