শিরোনাম
নেত্রকোণা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান সমাজকল্যাণ সংস্থার প্রতিনিধিদের হাতে ২০২৪-২০২৫ অর্থবছরের বিভিন্ন অঙ্কের মোট আট লাখ পনেরো হাজার টাকার চেক তুলে দেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ আলম, ডেপুটি সিভিল সার্জন আফরিন সুলতানা, শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মো. মহিবুল্লাহ্ হক এবং স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাগুলোর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলায় মোট নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার সংখ্যা ৬৭৩ টি। এর মধ্যে ৬৬ টি সংস্থা ইতোমধ্যে ১৬ লাখ ৯২ হাজার টাকা এককালীন অনুদান পেয়েছে।