শিরোনাম
মুন্সীগঞ্জ, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউর করীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুর ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, সেনাবাহিনী , কোস্টগার্ড ও পুলিশ প্রতিনিধি এবং মৎস্য পেশাজীবীরা।
সভায় মা ইলিশ সংরক্ষণে কঠোর নজরদারী ও সচেতনতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বলেন, আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজনন মৌসুম। এ সময় ইলিশ ধরা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। কেউ যাতে মা ইলিশ ধরতে না পারে এর জন্য জেলার সর্বত্র প্রশাসন অভিযান পরিচালনা করবে।
এ সময় জেলার ৫ উপজেলার ৪ হাজার ২০০টি জেলে পরিবারকে ভিজিএফ এর ২৫ কেজি করে চাল দেওয়া হবে।