শিরোনাম
নড়াইল, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ ৪১ জন অসহায়,দরিদ্র নারীকে সেলাই মেশিন ও নগদ অর্থসহায়তা প্রদান করা হয়েছে।
অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদপ্তর হতে ২০ দিনের দর্জি বিজ্ঞানের ওপর প্রশিক্ষণ শেষে বিনামূল্যে ৪১ জন অসহায় ও দরিদ্র নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। প্রশিক্ষণকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে তাদেরকে নগদ ১০হাজার করে টাকাও দেয়া হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
এ সময় সদর উপজেলা সমাজসেবা অফিসার উত্তম সরকার, নড়াইল পৌর সমাজসেবা অফিসার মো. সুজাউদ্দীন, হাসপাতাল সমাজসেবা অফিসার তমা রায়, সরকারী শিশু পরিবারের তত্ত্বাবধায়ক মো. আছয়াদুল্লা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের দেশের অনেক নারী অসহায় জীবনযাপন করছেন। তাদেরকে স্বাবলম্বী করতে সরকার সমাজসেবাসহ বিভিন্ন সরকারী দপ্তরের মাধ্যমে দক্ষ জনশক্তি করে গড়ে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করছে। জেলা সমাজসেবা কার্যালয় অসহায় ও বেকার নারীদের স্বনির্ভর করে তুলতে প্রশিক্ষণ প্রদান ও সেলাই মেশিন, নগদ অর্থসহ সহায়ক উপকরণ বিতরণ করছে।
জানা গেছে, সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে জেলার তিনটি উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাছাইকৃত ৪১জন দরিদ্র ও অসহায় নারীকে ২০দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান শেষে তাদের মাঝে নগদ ১০হাজার টাকা ও একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়।