বাসস
  ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৭

ভোলায় দুর্গোৎসবে মণ্ডপ পরিদর্শনে নৌবাহিনী

ছবি : বাসস

ভোলা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : উপকূলীয় জেলা ভোলায় দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী।

আজ সোমবার দুপুরে ভোলার কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ নুরুল হামিদের নেতৃত্বে নৌবাহিনীর সদস্যরা পৌরসভার ওয়েস্টার্ন পাড়া সার্বজনীন পূজা মণ্ডপ ও মিহির লাল শাহ মাঠ পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এসময় পূজা করতে আসা হিন্দু ধর্মাবলম্বী নানা শ্রেণীপেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন নৌবাহিনীর সদস্যরা।

পরিদর্শনকলে নৌ কমান্ডার মো. নুরুল হামিদ জানান, উপকূলের বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তায় নৌবাহিনীর চৌকস সদস্যরা কাজ করে যাচ্ছেন। এছাড়া প্রত্যেকটি মন্দিরে নিরাপত্তার জন্য পূজা উদযাপন কমিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব পালনের আহ্বান জানান তিনি। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দর ও সুষ্ঠুভাবে পূজার যাবতীয় কাজ সম্পন্ন হবে বলে আশ্বস্ত করা হয়। 

উল্লেখ্য,এ বছর ভোলায় ১১২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা উপলক্ষে জেলায় ৪ স্তরের আইনশৃঙ্খলার নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।