বাসস
  ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৫

সিরাজগঞ্জে ফার্টিলাইজার এসোসিয়েশনের সংবাদ সম্মেলন

সোমবার সিরাজগঞ্জে সংবাদ সম্মেলন করেছে ফার্টিলাইজার এসোসিয়েশন। ছবি : বাসস

সিরাজগঞ্জ, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ( বাসস) : বিদ্যমান সার নীতিমালা বহাল রাখা এবং ডিলারদের কমিশন বাড়ানোর দাবিতে সিরাজগঞ্জে সংবাদ সম্মেলন করেছে ফার্টিলাইজার এসোসিয়েশন। 

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা ইউনিটের বাহিরগোলা শেখ প্লাজাস্থ কার্যালয়ে আজ সোমবার দুপুর ১২ টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন, জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি ওয়াহিদুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল হাশেম আবু, সহসভাপতি নজরুল ইসলাম খান, সাবেক নর্দাণ রিজিয়নের সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএফ'র কার্যকরী সদস্য মোজাহিদুল ইসলাম দুদুসহ জেলার বিসিআইসি ডিলারগণ। 

উত্তরবঙ্গের ১৬ জেলায় একযোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে জেলা বিএফএ সভাপতি ওয়াহিদুল ইসলাম বলেন, খুচরা সার বিক্রেতাদের বাতিল পূর্বক ইউনিয়ন ভিত্তিক তিনজন করে সার ডিলার নিয়োগের মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে ডিলার নিয়োগের যে খসড়া প্রনয়ণ করা হয়েছে তা বাতিল ও বিসিআইসি ডিলারদের কমিশন বাড়ানো দরকার। একই সথে মাঠ পর্যায়ে সারের যে চাহিদা দেয়া হয় সেই চাহিদার যৌক্তিক বরাদ্দ প্রদানের দাবি জানানো হয়।