বাসস
  ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৬

রাজাপুরে ইলিশ রক্ষায় অভিযান বিষয়ক প্রস্তুতিমূলক সভা 

ছবি : বাসস

ঝালকাঠি, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার রাজাপুর উপজেলায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে “মা ইলিশ সংরক্ষণ অভিযান” সফলভাবে বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে আজ সোমবার সকাল ১১ টায় রাজাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডলের সঞ্চালনায় এ সভায় ইলিশ রক্ষা, জাটকা নিধন প্রতিরোধ এবং মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিসহ প্রশাসনিক কার্যক্রম জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ইলিশ রক্ষায় রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেনসহ সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারি দপ্তর প্রধানগণ নানা পরামর্শ ও সহযোগিতার প্রতিশ্রুতি দেন।