বাসস
  ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৭

পটুয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়

রোববার পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময় সভা হয়। ছবি: বাসস

পটুয়াখালী, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও বাউফলে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সাবেক এমপি শহিদুল আলম তালুকদার।

রোববার রাতে বাউফল প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকাদ মিলনায়তনে এ মতবিনিময় সভা হয়।

সভায় বিএনপির সাবেক এমপি (পটুয়াখালী-২) শহিদুল আলম তালুকদার লিখিত বক্তব্যে বলেন, প্রথমেই জুলাই গণঅভুত্থানে শহীদদের রুহের মাগফেরাত এবং আহতের সু-স্বাস্থ্য কামনা করছি। আপনাদের মাধ্যমে বাউফলে বিএনপির নেতাকর্মীদের জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ জনগনের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

তিনি বলেন, আমরা উক্ত ৩১ দফা প্রতি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ক্ষুদ্র ক্ষুদ্র কমিটির মাধ্যমে জনগনের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে কাজ করছি।

বিএনপির এই নেতা আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উৎসবে তাদের সার্বিক সহযোগিতা ও নিরাপত্তার জন্য বাউফল উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিশেষভাবে অনুরোধ করছি।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির যগ্ম আহবায়ক তসলিম তালুকদার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান হাওলাদর, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল্লাহ আল ফাহাদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।