শিরোনাম
লক্ষ্মীপুর, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মা ইলিশ রক্ষা, জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে ২২ দিনের অভিযান বাস্তবায়নে লক্ষ্মীপুর জেলা টাস্কর্ফোস কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্বে করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রটা খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল আলম ভ’ইঁয়া, জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা। এ সময় সামাজিক সংগঠন, সাংবাদিক, জেলে প্রতিনিধিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, মা ইলিশ সংরক্ষণের জন্য মেঘনা নদীতে ২২ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেল-জরিমানার বিধান রয়েছে। এটি বাস্তবায়নে জেলা-উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করা হবে।
জানা গেছে, জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর মধ্য রাত থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ২২দিন লক্ষ্মীপুরে মেঘনায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণা করেছে মৎস্য বিভাগ। লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার ১শ কিলোমিটার পর্যন্ত এলাকায় ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়। এই সময় ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাত ও মজুদকরণ নিষিদ্ধ।
এ আইন অমান্য করলে জেল ও জরিমানার বিধানসহ উভয়দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। এ ২২ দিন জেলেদের ভিজিএফের চাল দেওয়া হবে। জেলায় ৫২ হাজার জেলে রয়েছে। এর মধ্যে ৪৩ হাজার জেলে নিবন্ধিত।