বাসস
  ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১২

পটুয়াখালীতে নদী দিবসে রচনা প্রতিযোগিতা 

ছবি: বাসস

পটুয়াখালী, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বিশ্ব নদী দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধ্যায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসীর আয়োজনে কলাপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আন্ধারমানিক নদীর তীরে এ মানববন্ধন হয়।

এ সময় বক্তব্য দেন ধরিত্রী রক্ষায় আমরা এর উপকূলীয় সমন্বয়ক মেজবাহ উদ্দিন মাননু, সদস্য কামাল হোসেন রনি ও আমরা কলাপাড়াবাসীর সাবেক সভাপতি নজরুল ইসলাম। মানববন্ধনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শেষে নদী নিয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা আন্ধারমানিক নদীসহ জেলার সব নদী ও খালের দখল ও দূষণ বন্ধে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।