বাসস
  ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮

চাঁদপুরে মাদকসহ ৪ কারবারি গ্রেপ্তার

চাঁদপুর সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ৪ কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। ছবি: বাসস

চাঁদপুর, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চাঁদপুর সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ৪ কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

আজ সোমবার সকালে এ তথ্য জানান চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।

তিনি বলেন, রোববার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী তালিকাভুক্ত অপরাধী ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় শহরের কোড়ালিয়া এলাকা থেকে মাদক কারবারি মো. মোশারফ (৪২), মো. লিটন (৩৫) ও কাউসারকে (৩৩) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও দুটি মোবাইল জব্দ করা হয়।

একই রাতে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অভিযানকালে ওই এলাকার মাদক কারবারি মো. শাহজাহান গাজীকে (৫০) গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও মোবাইল জব্দ করা হয়।

মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।