বাসস
  ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭

দুর্গাপূজা উপলক্ষ্যে টাঙ্গাইলে উপহার বিতরণ বিএনপির

দুর্গাপূজা উপলক্ষ্যে টাঙ্গাইলের থানাপাড়া মন্দিরে হিন্দু সম্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে বিএনপি। ছবি: বাসস

টাঙ্গাইল, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টাঙ্গাইলের থানাপাড়া মন্দিরে হিন্দু সম্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে বিএনপি।

রোববার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহামুদুল হক সানু, জেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফ পাহেলী এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু শ্যামল হোড়।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।