বাসস
  ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:১২

খুলনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা 

খুলনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা। ছবি : বাসস

খুলনা, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): আন্তর্জাতিক তথ্য অধিকার (আরটিআই) দিবস উপলক্ষ্যে আজ বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটির এ বছরের প্রতিপাদ্য ছিল- ‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্য অধিকার নিশ্চিতকরণ’।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুল রহমান বলেন, বাংলাদেশ ২০০৯ সালে তথ্য অধিকার আইন পাস করে, যা সকল জাতীয় আইনের মধ্যে অনন্য, কারণ এটি বিধিনিষেধ আরোপের পরিবর্তে নাগরিকদের ক্ষমতায়ন করে।

তিনি বলেন, এই আইনের মাধ্যমে মানুষ সরকারি অফিস থেকে তথ্য চাইতে পারে, যা জবাবদিহিতা নিশ্চিত করে। কর্মকর্তাদের মনে রাখতে হবে যে তথ্য প্রদান ঐচ্ছিক নয় বরং বাধ্যতামূলক।

প্রধান অতিথি আরও বলেন, স্বচ্ছতা এবং সুশাসন জোরদার করার জন্য তথ্য অধিকার নিশ্চিত করতে সরকারি এবং বেসরকারি উভয় প্রতিষ্ঠানকেই সক্রিয় হতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল কাদির এবং খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য কর্মকর্তা এ এস এম কবির।

অনুষ্ঠানে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর খুলনা অঞ্চলের সমন্বয়কারী মো. আবদুল্লাহ-আল-মামুন তথ্য অধিকার আইন বিষয়ে একটি ধারণাপত্র উপস্থাপন করেন।