বাসস
  ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৬

মোল্লাহাটে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ 

রোববার বাগেরহাটে পূজা মণ্ডপ পরিদর্শন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ। ছবি : বাসস

বাগেরহাট, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাগেরহাটের মোল্লাহাটে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ।

আজ রোববার উপজেলার সর্ববৃহৎ পূজা মণ্ডপ গাওলা তেঁতুলবাড়ি পরিদর্শনকালে তিনি বলেন, “আবহমানকাল ধরে আপনারা ধর্মীয় কৃষ্টি ও পূজা-অর্চনা পালন করে আসছেন। পূজায় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়, কিন্তু এটি নির্বিঘ্ন নয়। নির্বিঘ্নতা মানে হলো কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই শান্তিপূর্ণভাবে উৎসব পালন করা। সরকার চায়, আপনারা সত্যিকারের নির্বিঘ্নে পূজা ও ধর্মীয় সংস্কৃতি পালন করতে পারেন। সেই লক্ষ্যে সরকার কাজ করছে।”

এর আগে তিনি উপজেলার জয়ডিহি কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সেনাবাহিনীর মেজর মো. রফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুসহ প্রশাসনের কর্মকর্তারা।

পাশাপাশি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ।

পূজা উদযাপন পরিষদের নেতা অসীম মণ্ডলসহ স্থানীয়রা বলেন, এ সফরে তাদের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহের সঞ্চার হয়েছে। পরিদর্শনকালে পূজা মণ্ডপের পক্ষ থেকে ফুল, উলুধ্বনি ও ঢাকঢোল বাজিয়ে অতিথিকে অভিনন্দন জানানো হয়।