বাসস
  ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৩

দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশের পূজা মণ্ডপ পরিদর্শন

দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশের পূজা মণ্ডপ পরিদর্শন। ছবি : সংগৃহীত

ফরিদপুর, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার বিভিন্ন মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন ফরিদপুর জেলা পুলিশের একটি দল।  অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমীর হোসেন এতে নেতৃত্ব দেন।

আজ ফরিদপুর শহরের স্বর্ণকার পট্টি,  চৌধুরীপাড়া, গোয়াল চামট পুরাতন বাস স্ট্যান্ড,  শ্রী অঙ্গনসহ শহরের গুরুত্বপূর্ণ  বিভিন্ন মন্দির পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, মণ্ডপে প্রবেশ ও প্রস্থান পথ, সিসি ক্যামেরা স্থাপন, বৈদ্যুতিক সংযোগ ও অগ্নি নির্বাপণ ব্যবস্থার প্রস্তুতি ঘুরে দেখেন। তিনি পূজা উদ্যাপন কমিটিকে যে কোনো সহায়তার জন্য পুলিশকে অবগত করাসহ পরিস্থিতি মোকাবেলায় দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি স্বেচ্ছাসেবকদের প্রতি সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা নিশ্চিত করার নির্দেশনা দেন।  

অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমীর হোসেন বলেন, পূজাকে ঘিরে কোনো নিরাপত্তাহীনতার আশঙ্কা নেই। তবে গুজব, অপপ্রচার বা উসকানিমূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকতে হবে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কোনো তথ্যের যাচাই-বাছাই ছাড়া প্রতিক্রিয়া না দেখানোর অনুরোধ জানান। তিনি বলেন, এ ব্যাপারে ফরিদপুর সাইবার মনিটরিং টিম সর্বদা কাজ করছে।

তিনি আরও বলেন, দুর্গাপূজায় যাতে মানুষ শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উৎসব উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ  মো. আসাদউজ্জামান, ডিবির অফিসার ইনচার্জ,  ট্রাফিক পরিদর্শক মো. খুরশিদ আলমসহ পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।