শিরোনাম
পিরোজপুর, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার নেছারাবাদ উপজেলায় মোটরসাইকেল আরহী তানিম (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ রোববার সকালে উপজেলার সেহাংগল এলাকায় স্বরূপকাঠি-পিরোজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানিম উপজেলার পানাউল্লাহপুর গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জান গেছে, সকালে তানিম ও তার বন্ধু আনিসুর রহমান মোটরসাইকেলে করে পিরোজপুর জেলা শহরের উদ্দেশ্যে রওনা দেন। তারা সেহাংগল এলাকায় পৌঁছালে সড়কের পাশে বেলায়েত নামে এক ব্যক্তি গাছ কাটছিল। গাছ নামানোর জন্য সড়কের ওপর আড়াআড়িভাবে রশি বেঁধে রাখা হয়। মোটরসাইকেল চালক আনিস রশি দেখে মাথা নিচু করলেও পেছনে বসা তানিম খেয়াল করতে পারেননি। এসময় রশি তার গলায় পেঁচিয়ে যায় এবং তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. লিমা আক্তার জানান, হাসপাতালে আনার আগেই তানিমের মৃত্যু হয়েছে। তার মাথায় গুরুতর আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তিনি মারা যান।
এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বনি আমিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।