শিরোনাম
চট্টগ্রাম, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নগরীতে সিএনজি অটোরিকশায় ফেলে যাওয়া ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪৮ হাজার ৯০০ টাকা অক্ষত অবস্থায় উদ্ধার করেছে সিএমপি পুলিশ।
আজ রোববার কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন সাইফুল ইসলাম (৩৯)। এ সময় তারা অজ্ঞাত একটি সিএনজিতে চড়ে চট্টগ্রাম পুরাতন রেলস্টেশন সংলগ্ন গ্রামীণমাঠ এলাকায় পৌঁছান। ভাড়া পরিশোধ করে সিএনজি থেকে নামার সময় অসাবধানতাবশত তার স্ত্রীর স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ব্যাগটি সিএনজি থেকে নিতে ভুলে যান।
পরবর্তীতে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও ব্যর্থ হয়ে সাইফুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানায়, অভিযোগের পর সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় চালকের অবস্থান শনাক্ত করে বাকলিয়া থানার বাদিয়ারটেক এলাকায় তাকে আটক করা হয়। পরে চালকের স্বীকারোক্তি মোতাবেক তার হেফাজত থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ব্যাগটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আবদুল করিম বলেন, অভিযোগের পর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে তদন্তে নামে পুলিশ। পরে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিএনজি শনাক্ত করে ফেলে যাওয়া স্বর্ণ ও নগদ টাকা অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট চালক ও মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।