বাসস
  ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৬

গ্যাস পাইপ ফেটে সাড়ে ১২ হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 

ছবি: বাসস

টাঙ্গাইল, ২৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলার শিবপুর এলাকায় তিতাস গ্যাস সঞ্চালন লাইনের মূল পাইপ ফেটে ১২ হাজার ৫ শত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ রোববার সকাল সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

টাঙ্গাইল তিতাস গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী রমজান আলী মুন্না বলেন, আজ সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। প্রায় ১৪ হাজার আবাসিক গ্রাহক ও ৫০ টির মতো সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। কর্মীরা কাজ শুরু করেছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবো। 

এ দিকে গ্যাস পাইপের উপর পল্লি বিদ্যুতের খুঁটি থাকায় টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় দুই লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। বিদ্যুৎ স্বাভাবিক করতে শ্রমিকরা কাজ করে যাচ্ছে। 

টাঙ্গাইল পল্লি বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন জানান, গ্যাস লাইনের উপর বিদ্যুৎ খুঁটি ছিলো। দুর্ঘটনার পর সে খুঁটি সরানোর কাজ চলছে। বর্তমানে তিন উপজেলার প্রায় দুই লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। 

এতে প্রায় সাড়ে ১২ হাজার গ্রাহক ও ১৫ টি গ্যাস স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এ দিকে গ্যাস পাইপের উপর পল্লি বিদ্যুতের খুঁটি থাকায় টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় দুই লাখ গ্রাহকের বিদ্যুৎ বন্ধ রয়েছে। বিদ্যুৎ স্বাভাবিক করতে শ্রমিকরা কাজ করে যাচ্ছে।