বাসস
  ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৬

দুদকের মামলায় বাবুল চিশতীর পরিবারসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ফারমার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীর পরিবারের সদস্যসহ ৯ জনের বিরুদ্ধে দুটি পৃথক মামলায় চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাগুলোতে সম্পদ গোপন, অবৈধ সম্পদ অর্জন, অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

আজ দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদক জানায়, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর ২০২০ সালের ২৭ ডিসেম্বর দায়ের করা এক মামলার চার্জশিটে উল্লেখ করা হয়, আসামি মোহাম্মদ গোলাম রসুল এজাহারনামীয় অন্যান্যের সহায়তায় কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৫৫ লাখ ৫৬ হাজার ৮৯৫ টাকার সম্পদ গোপনপূর্বক মিথ্যা তথ্য প্রদান করেন। পাশাপাশি তিনি জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ২৩ কোটি ৯০ লাখ ৯৩ হাজার ২৭৭ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখেন। এ ছাড়া, অবৈধ সম্পদের উৎস আড়াল করার উদ্দেশ্যে তা হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অপরাধ সংঘটিত করেন।

এই মামলার আসামিরা হলেন- বাবুল চিশতীর শ্যালক মোহাম্মদ গোলাম রসুল, মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী, বাবুল চিশতীর ছেলে রাশেদুল হক চিশতী এবং মোস্তফা কামাল।

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনের ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর দায়েরকৃত মামলার চার্জশিটে অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার ও মানিলন্ডারিং করেছেন।

এই মামলায় আসামি করা হয়েছে— মো. মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী, তার মেয়ে রিমি চিশতী, ফারমার্স ব্যাংকের সাবেক সহকারী অফিসার মো. ফখরুজ্জামান, সাবেক ট্রেইনি সহকারী অফিসার রুহুল আমিন পলাশ, মো. কামরুজ্জামান এবং সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মো. মাসুদুর রহমান খানকে।

এ মামলায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।