বাসস
  ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৬

বিশ্ব জলাতঙ্ক দিবসে নওগাঁয় ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন

ছবি: বাসস

নওগাঁ, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় ‘জলাতঙ্ক নির্মূলে, কাজ করি সবাই মিলে’ এ প্রতিপাদ্যে বিশ্ব জলাতঙ্ক দিবসে ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার সকালে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

রোববার সকালে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে সপ্তাহব্যাপী কুকুর-বিড়ালের ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

এ ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

এসময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজার রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, জেলা ভেটারিনারি অফিসার সাইফুল ইসলাম, সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার আমিনুল ইসলাম, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম প্রমুখ।