বাসস
  ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪১

শিবপুরে পরিচ্ছন্নতা কার্যক্রমের ক্যাম্পেইন বিএনপির

জেলার শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের কামারটেক বাসস্ট্যান্ডে রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কারে ক্যাম্পেইন পরিচালনা করেছে বিএনপি। ছবি : বাসস

নরসিংদী, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নরসিংদী জেলার শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের কামারটেক বাসস্ট্যান্ডে রাস্তাা ময়লা-আবর্জনা পরিষ্কারে ক্যাম্পেইন পরিচালনা করেছে বিএনপি।

শনিবার এ কার্যক্রমের তদারকি করেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু।

এসময় স্থানীয় বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।