বাসস
  ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০২

৩১ দফার পক্ষে জনসমর্থন আদায়ে বাউফলে মতবিনিময় বিএনপির

পটুয়াখালীর জেলার বাউফলে লিফলেট বিতরণ, গণসংযোগ ও মতবিনিময় সভা হয়েছে। ছবি: বাসস

পটুয়াখালী, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি ও সমর্থন আদায়ে জেলার বাউফলে লিফলেট বিতরণ, গণসংযোগ ও মতবিনিময় সভা হয়েছে।

শনিবার আয়োজিত এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য শহীদুল আলম তালুকদার। সেসময় স্থানীয় বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান  ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার কাছিপাড়া ইউনিয়নেও লিফলেট বিতরণ, গণসংযোগ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।