বাসস
  ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪

বিশ্ব জলাতঙ্ক দিবসে হবিগঞ্জে আলোচনা সভা 

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

হবিগঞ্জ, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার সকাল ১১টায় জেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিভিল সার্জন ডা: রত্বদ্বীপ বিশ্বাস, হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: আমিনুল হক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সী, জেলা ভেটেরিনারি হাসপাতালের চিকিৎসক ডা: আব্দুর রাজ্জাক প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জলাতঙ্কে আতঙ্কিত না হয়ে চিকিৎসা নিতে হবে। পাশাপাশি এ সংক্রান্ত বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

সভা শেষে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন।