শিরোনাম
বরিশাল, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বরিশাল মহানগর বিএনপির ৩০টি ওয়ার্ডের নেতাকর্মীদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর টাউন হলে শনিবার এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীন। উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম, বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মুসা কাজল, হালিম মৃধা, জহিরুল ইসলাম লিটু, সদস্য নওশাদ নান্টু, আরিফুর রহমান বাবু, দুলাল গাজী, নুরুল ইসলাম পনির, এডভোকেট সাইদ খোকন প্রমুখ।
সভায় বক্তব্য দেন ১ নং ওয়ার্ড বিএনপির সাইদুর আলম খান, ৪ নং ওয়ার্ড বিএনপির আলম সিকদার, ৭ নং ওয়ার্ড বিএনপির মোরশেদ আলম কচি, ৬ নং ওয়ার্ড বিএনপির মোস্তাফিজুর রহমান রাঙ্গু, ১৩ নং ওয়ার্ড বিএনপির মতিউর রহমান মিঠু, ২২ নং ওয়ার্ড বিএনপির মনোয়ার হোসেন চুন্নু, ২১ নং ওয়ার্ড বিএনপির জাহিদুর রহমান সমির, ১৫ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক গেলাম হায়দার মামুন, ২৫ নং ওয়ার্ড বিএনপির আবেদ মোল্লা, ১৫ নং ওয়ার্ড বিএনপির রফিকুল ইসলাম রফিক, ছাত্রদলের আশিক হাওলাদার, ১৪ নং ওয়ার্ড বিএনপির রুম্মান সিকদার, ২৮ নং ওয়ার্ড বিএনপির সুলতান শরীফ এবং ১৯ নং ওয়ার্ড বিএনপির মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বক্তারা জনগণের সমর্থন নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহবান জানান।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।