শিরোনাম
চট্টগ্রাম, ২৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জেলার আনোয়ারায় মেধাবী ও অসুস্থ ব্যক্তিদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
শনিবার এ অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন। এসময় স্থানীয় বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ওস্থানীয় জনসাধারণও সেখানে উপস্থিত ছিলেন।
২০২৫ সালের এস.এস.সি. পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ব্যবসায় শিক্ষা বিভাগে মেধা তালিকায় ১২তম স্থান অর্জনকারী নাওরীন তাজমিমকে অনুষ্ঠানে শুভেচ্ছা ও আর্থিক সহায়তা দেওয়া হয়।
এছাড়াও আনোয়ারা সদরের বাসিন্দা হার্টের রোগে আক্রান্ত ইকবাল হোসেন, ক্যান্সার আক্রান্ত মোহাম্মদ আসিফ এবং সদর বিএনপির একনিষ্ঠ কর্মী অসুস্থ আবদুল আজিজকে তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতা, শুভেচ্ছা ও চিকিৎসা সহায়তা দেওয়া হয়।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।