বাসস
  ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৪

মিরসরাইয়ে কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় হেলপার নিহত

ছবি: বাসস

চট্টগ্রাম উত্তর (মিরসরাই), ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে যাত্রীবাহী বাসের ধাক্কায় হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।

আজ রোববার ভোরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসহেলপারের নাম মোহাম্মদ মুরাদ (২৫)। তিনি কক্সবাজারের চকরিয়ার হারবাং মুসলিমপাড়ার জামাল হোসেনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, ভোরে কক্সবাজার থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি দ্রুতগামী এসি বাস দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের হেলপার মুরাদ ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতরা সবাই ঢাকা এসি আই ফুডসে চাকরি করেন। তারা ১৯ মিলে কক্সবাজার ঘুরতে গিয়েছিলেন। কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে তারা এই দুর্ঘটনার শিকার হন।

আহতরা হলেন, চট্টগ্রাম শহরের বাকলিয়া থানার চকবাজার এলাকার সাইদুল ইসলাম (২৮), নোয়াখালীর সোনাইমুড়ির কম্বলনগরের আব্দুল মোমেন (৪৮), লক্ষ্মীপুরের নন্দনপুরের নুর আলম (৪৩), পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ার সোহেল রানা (৩৮), সিরাজগঞ্জের কামারখন্দ ইউনিয়নের আব্দুল কাদের (৩৪) ও মিজানুর রহমান (৫০), দিনাজপুর সদরের সোহেল রানা (৩৫), শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রিপন মণ্ডল (৩৪) এবং মাগুরার মোহাম্মদপুর উপজেলার রবিউল হোসেন (৩৬)।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে বাসটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। তবে গাড়ি দুইটির চালক পলাতক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।