শিরোনাম
রাঙ্গামাটি, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।
জেলা প্রশাসনের আয়োজনে এবং টিআইবি ও সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগিতায় সভার শুরুতে তথ্য অধিকার বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন টিআইবি রাঙ্গামাটি এরিয়া প্রতিনিধি বেনজিন চাকমা।
‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোবারক হোসেন পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. রুহুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জোবাইদা আকতার, জেলা প্রেসক্লাব সভাপতি আনোয়ার আল হক, ব্র্যাকের জেলা সমন্বয়ক হাবিবুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা রাহুল বণিক প্রমুখ
সভায় তথ্য অধিকার বিষয়ক আইন এবং সেবা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।