বাসস
  ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১১

শেষ হল ১ম ওয়েস্টার্ন গ্রুপ এয়ারফোর্স ডে গলফ টুর্নামেন্ট

কুর্মিটোলা অফিসার্স মেসে শনিবার ‘১ম ওয়েস্টার্ন গ্রুপ এয়ারফোর্স ডে গলফ টুর্নামেন্ট-২০২৫’ এর সমাপনী অনুষ্ঠিত। ছবি: আইএসপিআর

 

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কুর্মিটোলা অফিসার্স মেসে শনিবার ‘১ম ওয়েস্টার্ন গ্রুপ এয়ারফোর্স ডে গলফ টুর্নামেন্ট-২০২৫’ এর সমাপনী অনুষ্ঠিত হয়।

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্টে ২৩৫ জন গলফার অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, তিনদিনের এ টুর্নামেন্টটি গত ২৫ সেপ্টেম্বর শুরু হয়।

অনুষ্ঠানে এয়ারফোর্স গলফ লিংকের সংশ্লিষ্ট সদস্যরা ছাড়াও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।