বাসস
  ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৬

নিউইয়র্কে ‘এনআরবি কানেক্ট ডে’ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ ‘এনআরবি কানেক্ট ডে : এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ’ শীর্ষক একটি অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে অনাবাসী বাংলাদেশিরা উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানটি ম্যানহাটনের নিউইয়র্ক ম্যারিয়ট মার্কুইসে স্থানীয় সময় বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনূস সমাবেশে মূল বক্তব্য উপস্থাপন করবেন।

অনুষ্ঠানটি অংশগ্রহণমূলক নানা আয়োজনে সাজানো হয়েছে। এতে শীর্ষ রেমিট্যান্স পাঠানো ব্যক্তিদের স্বীকৃতি, নতুন একটি ডিজিটাল অ্যাপ চালু এবং বিনিয়োগ, নাগরিক পরিষেবা ও প্রবাসীদের সম্পৃক্ততার ওপর আয়োজন থাকবে।

এই আয়োজনের মাধ্যমে আনাবাসী বাংলাদেশিদের তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ, উদ্বেগ উপস্থাপন, ধারণা প্রদান এবং বাংলাদেশের সঙ্গে তাদের সংযোগ শক্তিশালী করার উদ্যোগ গ্রহণের সুযোগ পাবেন।

এই আয়োজন থেকেই ‘শুভেচ্ছা অ্যাপ’ চালু করা হবে।

‘জাতীয় সম্পদ হিসেবে প্রবাসীদের কাজে লাগানো’ শীর্ষক একটি প্যানেল আলোচনা হবে। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন।

আরেকটি প্যানেল আলোচনা সঞ্চালনা করবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।

‘এনআরবি কানেক্ট ডে’ অনুষ্ঠান এমনভাবে সাজানো হয়েছে, যেখানে ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিধিত্বকারী ৫০০ জন অনাবাসী বাংলাদেশী (এনআরবি) অংশগ্রহণ করবেন।

এই অনুষ্ঠান বাংলাদেশে সুযোগ অন্বেষণ, নাগরিক পরিষেবা সুবিধা এবং টেকসই সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ক্ষেত্রে প্রবাসীদের সম্পৃক্ততা জোরদার করার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করবে।

এই আয়োজনের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, এটি অনাবাসীদের তাদের অভিজ্ঞতা, ঝুঁকি এবং ধারণা সরাসরি নীতিনির্ধারক ও প্রতিষ্ঠানের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ দেবে।